BD YT Tips || ইউটিউবের ইতিহাস || History of YouTube
"ইউটিউবের ইতিহাস"
ইউটিউবের বয়স মাত্র ১৫ বছর ! তাতেই অ্যালেক্সা র্যাংকিংয়ে পৃথিবীর
দ্বিতীয় ওয়েবসাইটে পরিণত হয়েছে। আরো মজার তথ্য হল, ইউটিউবের
চেয়ে এক ধাপ উপরে প্রথম অবস্থানে রয়েছে তারই মাতৃপ্রতিষ্ঠান গুগল ।
অর্থ লেনদেনে সহায়তা - প্রদানকারী ই-কমার্স কোম্পানি পেপ্যালের তিন
সাবেক কর্মকর্তা চ্যড হারলি, স্টিভ চ্যান এবং বাংলাদেশী বংশ জাওয়েদ করিম ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি ভিডিও - শেয়ারিং সাইট
ইউটিউব তৈরি এবং ইউটিউবের ডোমেইন www.youtube.com
সক্রিয় করা হয়।
পরবর্তী কয়েক মাস চলে ওয়েবসাইট নির্মাণের কাজ।
তারপর ২০০৫ সালের ২৩ এপ্রিল
"Me At the zoo"
শিরোনামে প্রথম ১৯ সেকেন্ডের একটি ভিডিও -
আপলোড করা হয়। ভিডিওটিতে বাংলাদেশী বংশ ইউটিউবের অন্যতম
উদ্ভাবক জাওয়েদ করিমকে দেখা যায় ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো
চিড়িয়াখানার সামনে । এখন ও ইউটিউবে গিয়ে " Me At the zoo" লিখে সার্চ
করলে "jawed" নামের চ্যানেলে এখন ও ভিডিওটি দেখা যায়। এই থেকে শুরু
হয় ইউটিউবের যাত্রা। ২০০৫-এর শেষে কয়েক মাসে ইউটিউব সাফল্য পেতে
শুরু করে। এসময় প্রতিদিন ৮ মিলিয়ন মানুষ ইউটিউব দেখতেন। ফলে
উদ্যোক্তাদের পক্ষে আরো বড় অঙ্কের বিনিয়োগ পাওয়া সহজ হয়ে যায়।
বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিকোইয়া ক্যাপিটাল থেকে সেই বছরের
নভেম্বরে ৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ - সহায়তা নিয়ে ২০০৫ -
এর ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ইউটিউব ।
এরপর ২০০৬ সালের জুলাই মাস নাগাদ ইউটিউব আকাশচুম্বী সাফল্য পেতে
শুরু করে। তারা ঘোষণা করে, প্রতিদিন তাদের সাইটে ৬৫ হাজারের অধিক
ভিডিও আপলোড করা হয় এবং ১০০ মিলিয়ন মানুষ প্রতিদিন ইউটিউব দেখেন।
ইউটিউবের এই আকাশচুম্বী সাফল্য দেখে টেক জায়ান্ট গুগল - এর ভবিষ্যৎ
অনুমান করতে পারে। ২০০৬ সালের নভেম্বরে
১ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলারে
ইউটিউবক কিনে নেয় গুগল ।
এরপর ইউটিউব এগিয়ে চলে সামনের দিকে। সময়ের
প্রয়োজনে যুক্ত করেছে নতুন নতুন ফিচার । প্রর্যায়ক্রমে
বিভিন্ন সংস্কার হতে হতে ইউটিউব আজকের জায়গায় এসে
পৌছেছে।
এই ছিল ইউটিউবের সংক্ষিপ্ত ইতিহাস।
( সংক্ষিপ্ত )
1 মন্তব্য
অনেক কিছু শিখতে পারলাম
উত্তর দিনমুছুন